Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামুতে ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৪ ১৪:১২

কক্সবাজার: রামুতে কচ্ছপিয়া ইউনিয়নের বদুপাড়া গ্রামে ছুরিকাঘাতে নাজেম মওলা সাহেদ প্রকাশ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাহেদ কচ্ছপিয়ার রূপনগর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

বুধবার (২৭ মার্চ) গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. সাইফুল আলম জানান, মদপান করে স্থানীয় ২ যুবক একটি গাড়ি থামিয়ে চালককে বকাবকি করছিল। এমন সময় সাহেদ এসে প্রতিবাদ করায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দেলোয়ার ও ওসমান নামের ওই ২ যুবক।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা সাহেদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান পুলিশ পরিদর্শক মো. সাইফুল আলম।

সারাবাংলা/এমও

ছুরিকাঘাত যুবক নিহত রামু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর