Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্ঘটনার ৭ ঘণ্টা পর সচল ঢাকা-খুলনা রেলপথ, চালকসহ বরখাস্ত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৪ ০৮:৫৫ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ ১১:২০

পাবনা: জেলার ঈশ্বরদী উপজেলায় তেলবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ৭ ঘণ্টা পর খুলনার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া পায় যায়নি।

এই দুর্ঘটনার কারণে দুই ট্রেনের দুই চালকসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

শাহ সূফী নুর মোহাম্মদ জানান, মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ঈশ্বরদী হতে খুলনাগামী তেলের খালি ওয়াগন নিয়ে একটি ট্রেন রওনা করে। ট্রেনটি ঈশ্বরদীর লেভেল ক্রসিং গেইট অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে পুশিং এ আসা মালবাহী শানটিং ওয়াগনে আঘাত করে। এতে মালবাহী ২টি ওয়াগনের ৮ চাকা এবং লোকোমোটিভের সবগুলো চাকা লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার প্রায় ৭ ঘণ্টা পর বুধবার (২৭ মার্চ) সকাল ৭টার দিকে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

তিনি জানান, ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন প্রথমে মালবাহী ট্রেনকে উদ্ধার করে। এর প্রায় এক ঘণ্টা পর তেলবাহী ট্রেনটিকে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা প্রতিবেদন জমা দিলেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে দুই ট্রেনের দুই চালকসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদীতে ওই দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ইঞ্জিন ও দুটি বগির ৮ চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-খুলনা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে অন্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

ঈশ্বরদী উপজেলা টপ নিউজ ট্রেন দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর