Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বামপন্থিদের দিয়ে বিএনপি হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৪ ০০:১৩ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ ০১:২৫

চট্টগ্রাম ব্যুরো: বামপন্থিদের দিয়ে বিএনপি হবে না বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে নগরীর কাজির দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি ইসলামপন্থি মানুষদের নিয়ে করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘কেউ কেউ বলে, আমরা গণতন্ত্রের কথা বলি। অথচ তাদের ডিএনএ টেস্ট করলে দেখা যাবে তারা সবাই বামপন্থি। বামপন্থি দিয়ে বিএনপি হবে না। বিএনপি হবে মধ্যপন্থি, ডানপন্থি ও ইসলামপন্থি মানুষদেরকে নিয়ে। এর বাইরে বিএনপি হতে পারে না।’

তিনি বলেন, ‘১৫ বছরে ভুল সিদ্ধান্তের কারণে আমরা অনেককে হারিয়েছি। তাই আমরা নতুন পরিকল্পনা শুরু করব। বিএনপিকে আবার স্বয়ংসম্পূর্ণ করব জাতীয়তাবাদী শক্তির ভালো নেতৃত্বে।’

ডিএনএ টেস্ট করে বিএনপির নেতৃত্ব ঠিক করার আহ্বান জানিয়ে মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, ‘জিয়াউর রহমান তার শেষ বক্তব্যে বলেছেন, তালপট্টি আমাদের হবে, বাংলাদেশের এক ইঞ্চিও জায়গাও আমি কাউকে ছাড় দেব না। সবাইকে নিয়ে আমি বাংলাদেশকে নতুন করে গড়ব। জিয়ার সে আদর্শ থেকে বিচ্যুত হয়ে এখন আমরা কোথায় চলে এসেছি?’

তিনি আরও বলেন, ‘আমি অনুরোধ করব, ডিএনএ টেস্ট না করে বিএনপির নেতৃত্ব ঠিক করা যাবে না। কারণ নেতৃত্ব এখন অনেক দুর্বল জায়গায় চলে গেছে। তাই আমাদের শক্ত হাতে দলীয় আদর্শের প্রতি বিশ্বাসী লোকদের নিয়ে আসতে হবে। জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রাখতে হলে তার আদর্শিত নির্দেশনা মেনেই দল করতে হবে।’

নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, কেন্দ্রীয় কমিটির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, হারুনুর রশীদ, দক্ষিণ জেলার আহ্ববায়ক আবু সুফিয়ান ও হুম্মাম কাদের চৌধুরী।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/পিটিএম

বামপন্থি বিএনপি মীর নাছির উদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর