Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণ এখন কোণঠাসা: দুদু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৪ ২১:৫৮ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ ০৯:১২

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের যে জনগণের জন্য স্বাধীনতা, তারাই আজ কোণঠাসা। তারা এতটাই নির্যাতনের শিকার যে, এই উপমহাদেশে অন্য কোনো দেশে তা দেখা যায় না।

মঙ্গলবার (২৬ মার্চ) সেগুনবাগিচায় মেট্রো লাউঞ্জ রেস্তরাঁয় আয়োজিত এক ইফতার মাহফিল ও ‘ফররুখ সম্মাননা’য় তিনি এসব কথা বলেন বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু-কিশোর সংগঠন ‘আবাবিল’ এ অনুষ্ঠান আয়োজন করে।

বিজ্ঞাপন

শামসুজ্জামান দুদু বলেন, ‘আজ আমাদের শিশুরাও অসহায়। তারা রাষ্ট্র দ্বারা নির্যাতনের শিকার। যেটি তাদের পাওনা, সেটা রাষ্ট্র দিতে পারছে না। অর্থনৈতিক দুরবস্থার কারণে বাবা-মায়েরা তাদের সন্তানদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না। ফলে শিশুদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নাই। যার ফলে সমাজের সর্বক্ষেত্রে নীতিবান,বিবেকবান মানুষ উপেক্ষিত। আমার ভাবতে অবাক লাগে মসজিদের ইমাম কীভাবে খুৎবা দেবেন, সেটাও সার্কুলারের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে। এই উপমহাদেশে পাঠান পাঞ্জাবসহ বহু জাতি রয়েছে। তারা সবাই সাহসী। তবে, একমাত্র বাঙালি জাতি যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছে। বাঙালি একমাত্র জাতি, যারা উই রি‌ভোল্ট বলে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা নিয়ে এসেছে।’

আবাবিলের সভাপতি আকবর মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবা‌দি মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের সাংগঠ‌নিক সম্পাদক মিয়া মোহাম্মাদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ দুদু বিএনপি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর