Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বিএসএফের গুলিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৪ ১৫:১০

ফাইল ছবি

নওগাঁ: জেলার পোরশা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল-আমিন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোররাতে ভারতের প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে হাঁপানীয়া বিওপির এলাকা মেইন পিলারের (২৩১/১০এস) কাছে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন উপজেলার নিতপুর ইউনিয়নের কলনিপাড়ার সিদ্দিক দালালের ছেলে।

জানা যায়, মঙ্গলবার ভোরে নওগাঁ ১৬ বিজিবির অধীনে হাঁপানীয়া বিওপি ক্যাম্প এলাকা দিয়ে আল-আমিনসহ কয়েকজন গরু আনতে চোরাই পথে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফরা টহল দিচ্ছিল। তাদের দেখে অন্যরা পালিয়ে আসতে পারলেও আল-আমিন পারেনি। এ সময় বিএসএফ টহল দলের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান আল-আমিন।

সংবাদমাধ্যমের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান। তিনি জানান, বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। ইতোমধ্যে আমরা পতাকা বৈঠকের আহ্বান করেছি।

সারাবাংলা/এনএস

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন টপ নিউজ নওগাঁ বিএসএফ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর