Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহাজের আঘাতে মার্কিন সেতু ভেঙে নদীতে, ব্যাপক হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৪ ১৪:৩৩ | আপডেট: ২৬ মার্চ ২০২৪ ১৫:৫২

মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে জাহাজের সঙ্গে সংঘর্ষে ‘ফ্রান্সিস স্কট কি’ সেতু ভেঙে পড়েছে। এ ঘটনায় সাতজন প্যাটাপসকো নদীতে ডুবে গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এতে ব্যাপক হতাহতের শঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি।

সোমবার (২৫ মার্চ) স্থানীয় সময় দিবাগত রাত দেড়টার (বাংলাদেশ মঙ্গলবার সময় সাড়ে ১১টা) দিকে একটি বড় জাহাজ সেতুর একটি কলামে আঘাত হানলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা বাল্টিমোর শহরের ফায়ার সার্ভিস জানিয়েছে, সেতু ভেঙে পড়ায় সাতজন মানুষ এবং বেশ কয়েকটি যান নদীতে পড়ে গেছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, সেতুটি সম্পূর্ণ পানিতে ধসে পড়েছে।

সেতু ধসের ঘটনায় ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে একাধিক সংস্থা উদ্ধার অভিযান পরিচালনা করছে।

সারাবাংলা/এনএস

প্যাটাপসকো নদী ফ্রান্সিস স্কট কি মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর