Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ শুরু

সারাবাংলা ডেস্ক
২৫ মার্চ ২০২৪ ১৯:৩৪ | আপডেট: ২৫ মার্চ ২০২৪ ১৯:৫৪

ফাইল ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ভাষণ শুরু হয়। বাংলাদেশ টেলিভশন, রেডিও অন্যান্য টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যম সরাসরি ভাষণটি সম্প্রচার করছে।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর টানা চতুর্থ মেয়াদে দায়িত্ব গ্রহণের পর স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ।

এদিকে, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই দিনের শহীদদের স্মরণে আজ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে পুরো দেশ।

‘জাতীয় গণহত্যা দিবস’ পালনে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চ রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে এক মিনিট আলো নিভিয়ে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো এ কর্মসূচির বাইরে থাকবে।

মঙ্গলবার (২৬ মার্চ) দেশে পালিত হবে মহান স্বাধীনতা দিবস। ইতোমধ্যে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য যাবতীয় কর্মসূচি নেওয়া হয়েছে।

সারাবাংলা/পিটিএম

জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর