অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, ভেতরেই পুড়ে চালকের মৃত্যু
২৫ মার্চ ২০২৪ ১৮:০৯ | আপডেট: ২৫ মার্চ ২০২৪ ২১:৫৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুনে দগ্ধ হয়ে ওই অটোরিকশার চালক ভেতরেই মারা গেছেন।
সোমবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরকল এলাকার গাছবাড়িয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক আবদুস সবুর (৩৭) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা গ্রামের মফিজুর রহমানের ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল ইসলাম সারাবাংলাকে জানান, সিলিন্ডার বিস্ফোরণে গাড়িটিতে আগুন লাগলে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে চালকের মৃত্যু হয়। সবুরের পাশে আরও একজন ছিলেন। কিন্তু তিনি বের হতে পেরেছেন।
ওসি বলেন, ‘মহাসড়কে অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল নিষিদ্ধ। অটোরিকশাচালক মহাসড়কে পুলিশের চেকপোস্ট দেখে দ্রুত গাড়ি ঘুরিয়ে দেন। দ্রুত চলে যাওয়ার সময় বালুবাহী একটি মিনিট্রাকের সঙ্গে এর ধাক্কা লাগে। এতে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। এ সময় গাড়িতে আগুন ধরে গেলে চালক আর বের হতে পারেননি।’
এদিকে, মিনিট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন বলে জানান ওসি ওবাইদুল।
সারাবাংলা/আইসি/পিটিএম