Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনারগাঁও টেক্সটাইলের ব্যবসা পরিচালনা নিয়ে নিরীক্ষকের শঙ্কা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৪ ১৭:১৪

ঢাকা : পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ব্যবসা পরিচালনা করা সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট নিরীক্ষক। কোম্পানিটির সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষায় এ শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষক।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষক জানিয়েছে, সোনারগাঁও টেক্সটাইলের ২০২২-২৩ অর্থবছরে ৪৭ লাখ টাকার পরিচালন লোকসান হয়েছে। আর কোম্পানিটির পূঞ্জীভূত লোকসান হয়েছে ১৬ কোটি ১০ লাখ টাকা। এ অবস্থায় কোম্পানিটির ব্যবসায় টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, সোনারগাঁও টেক্সটাইল পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৫ সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৬ কোটি ৪৭ লাখ টাকা। এর মধ্যে ৫৫.৫৫ শতাংশ পুঁজিবাজারের বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের হাতে মালিকানা রয়েছে। সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোম্পানিটির শেয়ার ২৫.৩০ টাকায় লেনদেন করছে।

সারাবাংলা/জিএস/একে

পুঁজিবাজার শেয়ারবাজার সোনারগাঁও টেক্সটাইল

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর