Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাণাধীন ভবনের স্টিলের পাত ভেঙে শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৪ ২২:০৪

ঢাকা: রাজধানীর মালিবাগে নির্মাণাধীন মার্কেটে কাজ করার সময় স্টিলের পাত ভেঙে নিচে পড়ে নুরনুবী নাঈম (২৪) নামে এক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আহতরা হলেন- জিয়ারুল (২০) রাতুল প্রমাণিক (২০) ও সাদেক (২২)।

রোববার (২৪ মার্চ) বিকেল পাঁচটার দিকে মালিবাগ রেলগেট বিশ্বরোডসংলগ্ন নির্মাণাধীন বহুতল মার্কেটে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, মালিবাগে নির্মাণাধীন ভবনে স্টিলের পাতের উপরে শ্রমিকরা নির্মাণ কাজ করছিল। সেই স্টিলের পাত ভেঙে নির্মাণাধীন মার্কেটের পাইলিংয়ের গর্তে পড়ে যায় চার জন। তাদের মধ্যে একজন মারা গেছেন।

খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার জিয়াউল হক জানান, সড়ক থেকে আনুমানিক ২৫ থেকে ৩০ ফুট নিচে লোহার ইস্পাতসহ আটকে থাকা নাঈম নামে এক শ্রমিককে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থলে নির্মাণাধীন মার্কেটটির মাটির নিচ থেকে বড় বড় পাইলিং করে পিলার তৈরি করা হয়েছে। তার উপরে ইস্পাত দেওয়া হয়েছে, কিন্তু এখনও মাটি ভরাট করেনি। তাই গভীরতা সড়ক থেকে আনুমানিক ২৫ থেকে ৩০ ফিট। সেই লোহার মোটা ইস্পাত ভেঙে ক্রেনসহ কয়েকজন নিচে পড়ে যায়।

ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মালিবাগ থেকে চার শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে নাঈম চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। আরও তিন জন হাসপাতালে ভর্তি আছেন। মৃত নাঈমের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি। মরদেহ মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

নির্মাণাধীন ভবন নিহত শ্রমিক স্টিলের পাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর