Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে রাশিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৪ ১৯:১৫ | আপডেট: ২৪ মার্চ ২০২৪ ২৩:০৫

ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের দক্ষ জনবল নিতে চায়।

রোববার (২৪ মার্চ) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে রাশিয়ার লেভাডিয়া শিপইয়ার্ডের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান।

রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘রাশিয়ায় জনবল পাঠানোর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। রাশিয়া সেদেশের জাহাজ শিল্প, কৃষিসহ নানা ক্ষেত্রে দক্ষ জনবল নিতে চায়। প্রথম ধাপে ৬০ জন নিতে শ্রমিক নিতে চায় তারা। এরপরে পর্যায়ক্রমে তারা আরও দক্ষ শ্রমিক নেবে।’

শ্রমিকদের থাকা-খাওয়া, ভাষা শেখার বিষয়ে কোম্পানি দেখবে বলেও নিশ্চিত করেছে।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এমও

জাহাজ নির্মাণ শিল্প টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর