Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গজারিয়ার সুপার বোর্ড কারখানায় আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৪ ১৭:০৮

মুন্সীগঞ্জ: গজারিয়া উপজেলার হোসেনদি এলাকায় সুপার বোর্ড কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, রোববার দুপুর আনুমানিক একটার দিকে কারখানাতে আগুন লাগার খবর পেয়েছে তারা। প্রাথমিক ভাবে দু’টি ইউনিট কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়ায় নারায়ণগঞ্জের আদমজী ও কুমিল্লার দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে এসে যোগ দেয়।

বিজ্ঞাপন

আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

আগুন গজারিয়া সুপার বোর্ড কারখানা