Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও ৫৯৫ টাকায় মাংস বিক্রির ঘোষণা খলিলের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৪ ১৬:৪৯ | আপডেট: ২৪ মার্চ ২০২৪ ১৯:২৭

ঢাকা: আবারও প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রি করার ঘোষণা দিয়েছে রাজধানীর উত্তর শাহজাহানপুরের মাংস বিক্রেতা খলিল। তিনি বলেছেন, ‘লাভ-লোকসান বুঝি না, ২০ রমজান পর্যন্ত ৫৯৫ টাকায় মাংস বিক্রি করবো। আমি কথা দিয়েছিলাম সেটা রাখবো। প্রতিদিন ২০টি করে গরু জবাই হবে। সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাংস বিক্রি চলবে।’

রোববার (২৪ মার্চ) প্রাণিসম্পদ অধিদফতরের প্রধান কার্যালয়ে ‘সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রি বিষয়ে’ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খলিল। এসময় অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, পুরান ঢাকার মাংস বিক্রেতা নয়ন, মিরপুরের মাংস বিক্রেতা উজ্জ্বলসহ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

খলিল বলেন, ‘আমি ৫৯৫ টাকায় মাংস বিক্রি করছিলাম। গরুর দাম বেড়ে যাওয়ায় আমি ১০০ টাকা বাড়িয়েছিলাম। আমার লোকসানের অবস্থা হয়েছিল। আমার স্টাফদের নিয়ে চলতে কষ্ট হচ্ছিল এ কারণে দাম কেজিতে ১০০ টাকা বাড়ানো হয়েছিল।’

অন্যদিকে মিরপুরের মাংস বিক্রেতা উজ্জ্বল বলেন, ‘আমি সেবামূলক কাজ করেছি। ৫৯৫ টাকায় বিক্রি করেছি আমার সাধ্য অনুযায়ী। এখন ৩৫ টাকা বাড়িয়েছি। আমি সেবা করছি আবার নিজেও লাভ করছি। লোকসান করে বিক্রি করবো না তাই ৬৩0 টাকা মাংসের দর নির্ধারণ করেছি। যতদিন পারবো আমি এ দামে সেবা দিয়ে যাবো।’

পুরান ঢাকার মাংস বিক্রেতা নয়ন বলেন, ‘আমি ৫৭০ টাকায় মিক্সড মাংস বিক্রি করেছিলাম। এখন ৩৫ টাকা বাড়িয়ে ৬০৫ টাকায় বিক্রি করবো। আর ঝুলানো মাংস ৬৫০ টাকায় বিক্রি করবো। এতদিনে মিক্সড মাংস ছিল ৫৭০ টাকা আর ঝুলিয়ে রাখা মাংস ৬০০ টাকায় বিক্রি করা হয়েছিল।’

সারাবাংলা/জিএস/এমও

৫৯৫ টাকা খলিল টপ নিউজ মাংস বিক্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর