Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া মামলার শুনানি ২৮ মে

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৪ ১৫:৪৯

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৮ মে দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৪ মার্চ) কেরানীগঞ্জ কারাগারে নবনির্মিত ভবনে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত-২ এর বিচারক আকতারুজ্জামান নতুন এ দিন ধার্য করেন।

খালেদা জিয়া অসুস্থ থাকায় এদিন তার পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার হাজিরা দেন। এরপর দুদকের পক্ষে শুনানি পেছানোর আবেদন করা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী বছরের ২৮ মে শুনানির জন্য দিন ধার্য করেন বলে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান।

বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার আসামিরা হলেন— খালেদা জিয়া, সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন, সাবেক কৃষিমন্ত্রী এমকে আনোয়ার, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক জ্বালানি ও খনিজসম্পদ সচিব নজরুল ইসলাম, পেট্রো বাংলার সাবেক পরিচালক মুঈনুল আহসান, সাবেক জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শাহবাগ থানায় মামলাটি করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম। একই বছরের ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে দুদক উপ-পরিচালক মো. আবুল কাসেম ফকির অভিযোগপত্র দাখিল করেন।

বিজ্ঞাপন

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, কয়লা উত্তোলনে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা সিএমসির সঙ্গে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/ইআ

টপ নিউজ বড়পুকুরিয়া কয়লাখনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর