মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
২৪ মার্চ ২০২৪ ১৫:১০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ দু’জন নিহত হয়েছেন।
রোববার (২৪ মার্চ) সকালে মীরসরাইয়ের নিজামপুরে রিদোয়ান ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাছুম বিল্লাহ (৪০) ও আবদুর রহিম (৪২)। এদের মধ্যে মাছুম পিকআপ ভ্যানের চালক এবং রহিম ঢাকার একটি রফতানিমুখী প্রতিষ্ঠানের কর্মচারী বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।
হাইওয়ের পুলিশের কুমিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ সারাবাংলাকে বলেন, ‘রফতানি পণ্য নিয়ে পিকআপ ভ্যানটি ঢাকা থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে রিদোয়ান ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে পেছন থেকে পিকআপ ভ্যানটি ধাক্কা দেয়।’
‘এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। চালকসহ দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। আমরা লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে’, বলেও জানান ওসি।
তবে পিকআপ ভ্যান যে গাড়িকে ধাক্কা দিয়েছে, সেটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন ওসি আব্দুল হাকিম।
সারাবাংলা/আরডি/এমও