Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৪ ১৭:২৭

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বরকল উপজেলায় আপন ফুফার বিরুদ্ধে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণের পর আদালত কারাগারে পাঠিয়েছেন।

শনিবার (২৩ মার্চ) সকালে বরকল থানা পুলিশ অভিযুক্তকে আদালতে সোপর্দ করলে রাঙ্গামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার পারভীন আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

জানা গেছে, ধর্ষণে অভিযুক্ত মো. ইউছুফ হাওলাদার (৪১) জেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বাসিন্দা। ইউছুফ চার বছরের ওই শিশুর সম্পর্কে আপন ফুফা হন। সে বৈবাহিক সূত্রে ওই বাড়িতেই ঘর জামাই হিসেবে বসবাস করে আসছেন।

এজাহারে মামলার বাদী ও শিশুর মা উল্লেখ করেন, ননদের স্বামী ইউছুফ হাওলাদার গত ২১ মার্চ সকালে তার চার বছরের শিশুকে কন্যাকে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। ওইদিন দুপুরে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে শিশুটিকে আনা হলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানায় তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে এবং পুলিশ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।

এ ঘটনার পর আসামিকে গ্রেফতারের পর শনিবার সকালে রাঙ্গামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে বরকল থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং বরকল থানার এসআই মোহাম্মদ আবুল হাসানাত বলেন, উপজেলার সুবলং ইউনিয়নে চার বছরের এক শিশুকে তার আপন ফুফা ধর্ষণ করেছে। এ ঘটনায় আমরা আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। বিজ্ঞ আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছেন।

সারাবাংলা/ইআ

আসামি কারাগারে টপ নিউজ শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর