Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মস্কোতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৪ ১৭:২৮ | আপডেট: ২৩ মার্চ ২০২৪ ১৮:৫১

মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। রুশ তদন্ত কমিটি সর্বশেষ বিবৃতিতে নিহতের সংখ্যা জানিয়েছে।

এর আগে রুশ তদন্ত কমিটি জানিয়েছিল, হামলায় নিহত ৯৩ জনের মরদেহ ঘটনাস্থলে পাওয়া গেছে। কিন্তু পরে একটি হালনাগাদ বিবৃতিতে জানানো হয়, ধ্বংসস্তূপ পরিষ্কার শুরু করার পরে আরও কয়েকটি মরদেহ পাওয়া গেছে। তাই নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫।

তদন্তকারীরা বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী গুলিবিদ্ধ হয়ে ও বিষাক্ত দাহ্য দ্রব্যের ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণে বিষক্রিয়ায় সবাই নিহত হয়েছেন। তদন্তকারীরা বলেছেন, তারা ঘটনাস্থলে আলামত বিশ্লেষণ করে ও সিসিটিভির ফুটেজ দেখে হামলার বিবরণ তৈরি করছেন। তারা ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও ফুটেজ ও জবানবন্দী সংগ্রহ করছেন।

রাশিয়ার রাজধানীর পশ্চিম উপকণ্ঠে ক্রাসনোগর্স্কের ক্রোকাস সিটি হলে শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। কনসার্ট ভেন্যুর আনুমানিক ধারণক্ষমতা সাত হাজার ৫০০। সন্ত্রাসীরা যখন হামলা চালায় তখন প্রায় পূর্ণ ছিল। রুশ রক ব্যান্ড পিকনিকের একটি পারফরম্যান্সের আগে এই হামলার ঘটনা ঘটে।

মোবাইল ফোনের ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনার বিচারে অন্তত পাঁচজন বন্দুকধারী সামরিক ধাঁচের পোশাক পরে এবং অ্যাসল্ট রাইফেল নিয়ে প্রথমে অনুষ্ঠানস্থলের প্রধান প্রবেশদ্বারে নিরস্ত্র নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা আতঙ্কিত দর্শনার্থীদের পালাতে থাকা ভিড়ের দিকে নির্বিচারে গুলি চালায়।

সন্ত্রাসীরা কনসার্ট হলে পৌঁছানোর পর তারা ভিতরে সারি সারি চেয়ারে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ভবনটির ছাদসহ বেশিরভাগ অংশকে গ্রাস করে।

বিজ্ঞাপন

তদন্তকারীরা বলেছেন, ঘটনাস্থলের বিভিন্ন আলামতের উপর ভিত্তি করে প্রাথমিক অনুসন্ধান বলছে, সন্ত্রাসীরা হামলার সময় স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছিল এবং হলে আগুন দেওয়ার জন্য এক ধরনের দাহ্য তরল ব্যবহার করেছিল।

তদন্ত কমিটি বলেছে, ঘটনাস্থল থেকে পাওয়া বস্তুগত প্রমাণের ভিত্তিতে তারা এখন ব্যালিস্টিক, জেনেটিক এবং ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করছে।

এদিকে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, ক্রোকাস হামলায় সরাসরি জড়িত চার সন্ত্রাসীসহ ১১ সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

এই হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসআইএল (আইএসআইএস)।

আরও পড়ুন

সারাবাংলা/আইই

ক্রোকাস সিটি টপ নিউজ মস্কো রাশিয়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর