তবুও জীবন যাচ্ছে কেটে…
২৬ মে ২০১৮ ১৫:৩৪ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৫৯
অমানবিক নির্যাতন, হত্যাযজ্ঞ আর ধর্ষণের শিকার হয়ে ভিন দেশে মাথাগোঁজা লাখো মানুষের গাদাগাদি বসবাস কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে। পেছনের দুঃসহ স্মুতির পাহাড় ডিঙিয়ে নতুন করে বাঁচতে চাওয়া এই মানুষগুলোর দিনযাপনের কিছু চিত্র বন্দী হয়েছে সারাবাংলা প্রতিবেদক জান্নাতুল ফেরদৌসীর ক্যামেরায়।
কক্সবাজারের কতুপালং-বালুখালি ক্যাম্পে সকাল থেকে দুপুর পর্যন্ত তোলা ছবি ।
পানির জার বা ওষুধের জন্য দীর্ঘ অপেক্ষা।
তীব্র তাপদাহের মধ্যেও পাহাড়ী পথ বেয়ে ত্রাণের বস্তা মাথায় নিয়ে ছুটছে নারী-পুরুষ আর শিশুরা।
অনেকেই ত্রাণের অপেক্ষায় থেকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন সেখানেই।
ছোট ছোট গাছ কেটে কাঁধে করে পাহাড়ী পথ বেয়ে চলেছে রোহিঙ্গারা।
কর্মহীন রোহিঙ্গা পুরুষদের অলস আড্ডা।
নারীদের অনেকেই ব্যস্ত ঘর বা চুলায় মাটির প্রলেপ দিতে।
ছোট ছোট ঝুপড়ি ঘর থেকে ভেসে আসে নবজাতকের কান্না।
ক্যাম্পের স্কুলে চলছে উচ্চস্বরে রোহিঙ্গা শিশুদের লেখাপড়া।
চলছে কোরআন শিক্ষাও।
নিজের দেশে ফেরার অপেক্ষায় থাকা বৃদ্ধ
শিশুরা ব্যস্ত খেলাধূলায়
ক্যাম্পে টিভি না থাকলেও থেমে নেই বিশ্বকাপ ফুটবল উম্মাদনা!
সারাবাংলা/জেডএফ/এমআই