Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ কেজরিওয়ালের

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৪ ১৩:০৯

দিল্লির এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দিল্লির সাবেক উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে শহরের একটি আদালতে হেনস্থা করার অভিযোগ রয়েছে। খবর এনডিটিভি।

দিল্লির আদালতে দায়ের করা একটি আবেদনে এই অভিযোগ করেন আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে তার নিরাপত্তার দায়িত্ব থেকে ওই কর্মকর্তার অপসারণ চেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মদ নীতির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হাতে গ্রেফতার কেজরিওয়াল আবেদনে বলেন, গতকাল শুক্রবার (২২ মার্চ) সকালে রিমান্ডের আবেদনের শুনানির জন্য আদালতে নেওয়ার সময় সহকারী পুলিশ কমিশনার এ কে সিং তার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। তবে কেজরিওয়ালের সঙ্গে কি ধরনের দুর্ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি।

সহকারী পুলিশ কমিশনার এ কে সিং গত বছর একই আদালতের প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিসোদিয়াকে ঘাড় ধরে আটকানোর জন্য অভিযুক্ত হয়েছিলেন। যা ভিডিওতে ধরা পড়ে। এ ঘটনায় লিখিত অভিযোগও করেছিলেন সিসোদিয়া। তবে এমন অভিযোগকে অস্বীকার করে দিল্লি পুলিশ জানায়, ভিডিওতে দেখানো পদক্ষেপটি নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ছিল এবং কোনো আসামির পক্ষে সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়া বেআইনি।

গত বছরের ফেব্রুয়ারিতে দিল্লির মদ নীতির মামলায় সিসোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি। আর গত বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে একই মামলায় ইডির হাতে গ্রেফতার হন কেজরিওয়াল।

সারাবাংলা/এনএস

অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি টপ নিউজ দিল্লি ভারত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর