চকবাজারে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে
২৩ মার্চ ২০২৪ ০৯:১৯ | আপডেট: ২৩ মার্চ ২০২৪ ১৩:১২
ঢাকা: রাজধানীর চকবাজারের ইসলামবাগে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।শনিবার (২৩ মার্চ) সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেন।
রাশেদ বিন খালিদ বলেন, ‘চকবাজারের ইসলামবাগে একটি রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৯টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।’ তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
এর আগে, গতকাল শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি হলে আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়।
সারাবাংলা/এনএস