মারা গেছেন ঢাবি অধ্যাপক ড. জিয়া রহমান
২৩ মার্চ ২০২৪ ০৮:৫৩ | আপডেট: ২৩ মার্চ ২০২৪ ১১:৫৮
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান মারা গেছেন।
শনিবার (২৩ মার্চ) ভোররাত পৌনে চারটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান অনুষদের শিক্ষক ও সামাজিক বিজ্ঞান অনুষদ নীল দলের জ্যেষ্ঠ সদস্য হাসান শাফী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল ওনার। আমরা তাকে পৌনে চারটার দিকে ল্যাবএইডে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
অধ্যাপক জিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। প্রথম বাংলাদেশী হিসেবে অপরাধবিজ্ঞান সম্পর্কিত বিষয়ের প্রাচীনতম সংগঠনের একটি ইন্টারন্যাশনাল সোসাইটি অব ক্রিমিনোলজির (আইএসসি) সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি।
সারাবাংলা/আরআইআর/এনএস