মেসিকে ছাড়াই এল সালভাদরকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
২৩ মার্চ ২০২৪ ০৮:৪৩ | আপডেট: ২৩ মার্চ ২০২৪ ০৮:৫৬
কোপা আমেরিকাকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইনজুরির কারণে লিওনেল মেসি না থাকলেও এল সালভাদরকে হারাতে একদমই বেগ পেতে হয়নি তাদের। ডি মারিয়া-রোমেরো-সেলসোদের দুর্দান্ত পারফরম্যান্সে সালভাদরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে এল সালভাদরের বিপক্ষে মেসি না থাকলেও ছিলেন ডি মারিয়াসহ দলের নিয়মিত প্রায় সব সদস্যই। দুর্দান্ত আর্জেন্টিনার কাছে তাই পাত্তাই পায়নি সালভাদর। ম্যাচের ১৬ মিনিটের মাথায় লিড দেয় আর্জেন্টিনা। ডি মারিয়ার পাসে বল পেয়ে গোল করতে ভুল করেননি ক্রিশ্চিয়ান রোমেরো। এরপর কয়েকবার ব্যবধান বাড়ানোর সুযোগ এলেও গোল পায়নি আর্জেন্টিনা।
প্রথমার্ধ শেষ হওয়ার ৩ মিনিট আগে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। দুর্দান্ত এক গোলে ২-০ ব্যবধানে দলকে এগিয়ে দেন এনজো ফার্নান্দেজ। বিরতির পর ৫২ মিনিটে আবার গোল পায় আকাশি-নীলরা। এবার লাউতারো মার্টিনেজের বাড়ানো বলে গোল করেন জিওভানি লে সেলসো। ৩-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা এরপর পুরো ম্যাচজুড়ে দাপটের সাথে খেললেও আর গোলের দেখা পায়নি।
শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। পুরো ম্যাচে ৮০ শতাংশ বলের দখল রেখেছিলেন ডি মারিয়ারা। তাদের ১৪টি শটস অন টার্গেটের বিপরীতে এল সালভাদরের শটস অন টার্গেট ছিল মাত্র ১টি। পরের প্রীতি ম্যাচে ২৭ মার্চ কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা, সেই ম্যাচেও থাকছেন না মেসি।
সারাবাংলা/এফএম