মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামীর মৃত্যু, স্ত্রী আহত
২৩ মার্চ ২০২৪ ০০:০০ | আপডেট: ২৩ মার্চ ২০২৪ ০২:১৬
মেহেরপুর: গাংনীর বামন্দী বাজারের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মারুফ হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মারুফের স্ত্রী আনিকা খাতুন (৩০)।
শুক্রবার (২২ মার্চ) রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফের বাড়ি রাজশাহীতে। তিনি গাংনীর জোড়পুকুরিয়া গ্রামে শ্বশুরবাড়িতে বাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বামন্দী থেকে মোটরসাইকেলে মারুফ হোসেন তার স্ত্রীকে নিয়ে জোড়পুকুরিয়া গ্রামে শ্বশুরবাড়িতে ফিরছিলেন। মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বামন্দী বাজারের অদুরে একটি তেল পাম্পের কাছে পৌঁছায় তারা। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় মারুফ। এতে ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
সারাবাংলা/এমও