কেজরিওয়াল গ্রেফতার: দেশব্যাপী প্রতিবাদের ডাক এএপি’র
২২ মার্চ ২০২৪ ২০:০৫ | আপডেট: ২২ মার্চ ২০২৪ ২০:০৭
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদে-বিক্ষোভের আহ্বান করা হয়েছে। আম আদমি পার্টির (এএপি) দিল্লি ইউনিটের আহ্বায়ক গোপাল রাই এই আহ্বান জানান।
কর্মকর্তারা জানিয়েছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বৃহস্পতিবার সন্ধ্যায় আবগারি নীতি-সংযুক্ত মানি লন্ডারিং মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছে এবং তাকে সংস্থার সদর দফতরে নিয়ে গেছে।
ভারতের ইতিহাসে একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীর এটিই প্রথম গ্রেফতারের ঘটনা। দিল্লি হাইকোর্ট ফেডারেল এজেন্সির যেকোনো দমনমূলক পদক্ষেপ থেকে এএপি জাতীয় আহ্বায়ককে সুরক্ষা দিতে অস্বীকার করার কয়েক ঘণ্টা পরে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়।
মধ্যরাতে সংবাদ সম্মেলনে দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি বলেছেন, ‘শুক্রবার সুপ্রিম কোর্ট মামলার শুনানি করবে। এই গ্রেফতার অসাংবিধানিক। তারা (ঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রী) হেমন্ত সোরেন ও অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে এবং কংগ্রেসের অ্যাকাউন্ট স্থগিত করেছে।’
এর আগে দিল্লি কংগ্রেসের প্রধান অরবিন্দর সিং লাভলি কেজরিওয়ালের বাসভবনের বাইরে এএপি সমর্থকদের বিক্ষোভে যোগ দিয়েছিলেন।
সারাবাংলা/এমও