Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৪ ১৭:৫৬

চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে ছাদে ভুট্টা শুকানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুর বশির আলী (৫০) মারা গেছেন। মৃত বশির আলী পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের আফসার আলীর ছেলে।

শুক্রবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।

ইউপি সদস্য শামসুল হক জানান, ঘটনার সময় মদনা গ্রামের উত্তর পাড়ার ইলার উদ্দীনের বাড়ির ছাদে ভুট্টা শুকানোর কাজ করছিলেন বশির আলী। ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তার শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়ে যান। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সাদিয়া পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে।

সারাবাংলা/এমও

চুয়াডাঙ্গা দিনমজুর দিনমজুরের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর