‘দাম বাড়লে হৈ হৈ, কমলে সন্তুষ্টি নেই’
২২ মার্চ ২০২৪ ১৭:৪২ | আপডেট: ২২ মার্চ ২০২৪ ১৮:৫৭
চট্টগ্রাম ব্যুরো: রমজানে নিত্যপণ্যের দাম বাড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির বিশেষ মহলের চক্রান্ত সরকার ও প্রশাসন ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
শুক্রবার (২২ মার্চ) দুপুরে নগরীতে গরীব ও অস্বচ্ছল পরিবারের মাছে ইফতার ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। নগরীর থিয়েটার ইনস্টিটিউট, অক্সিজেন মোড়, বন্দরে লিলি কমিউনিটি সেন্টার এবং সাগরিকা স্কয়ার কমিউনিটি সেন্টারে একযোগে এসব সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
আ জ ম নাছির বলেন, ‘নিত্যপণ্যের দাম বেড়ে গেলে একেবারে হৈ হৈ রব ওঠে। কিন্তু এবারের রমজানে নিত্যপণ্যের দাম সবচেয়ে নিম্নমুখী। কিন্তু এটা নিয়ে কোনো সন্তুষ্টির চিহ্ন নেই। এটাই আমাদের জন্য পরিহাসের।’
থিয়েটার ইনস্টিটিউটে ইফতার ও উপহার সামগ্রী বিতরণের আগে সমবেতদের উদ্দেশে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘রমজানে একটি বিশেষ স্বার্থান্বেষী মহল নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সরকার ও প্রশাসনের সতর্ক তদারকিতে সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। শত্রুর মুখে ছাই দিয়ে সাধারণ মানুষ সেহেরি ও ইফতার গ্রহণ করে ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনে সামিল হতে পেরেছেন।’
করোনাকালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নিন্দুকেরা তখন বাংলাদেশে লাশের পাহাড় গড়ে উঠবে বলেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক উন্নত দেশের তুলনায় সেসময় বাংলাদেশের অবস্থা স্বাভাবিক ছিল। এবার রমজানে একইভাবে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দুর্ভিক্ষ সৃষ্টির পাঁয়তারা করেছিল। কিন্তু তারা শুধু ব্যর্থই নয়, কোণঠাসা হয়ে পড়েছে। তাদের অবশ্যই এ চক্রান্তের জন্য চরম মূল্য দিতে হবে। সংকট সৃষ্টির ষড়যন্ত্রের দায়ে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।’
নগর কমিটির সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও এসময় বক্তব্য রাখেন।
বিভিন্নস্থানে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দফতর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেনের তত্ত্বাবধানে ইফতার ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।
সারাবাংলা/আরডি/এমও