Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন বেচাকেনার অপরাধে গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৪ ১৭:৩৫

চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার গোবরাতলা এলাকায় অভিযান চালিয়ে হেরোইন বিক্রি ও সেবন করার অপরাধে ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

তারা হলো, সদর উপজেলার সরজন গুচ্ছগ্রামের ছহিমুদ্দিনের ছেলে মোঃ তহিদুল ইসলাম কালু (৩৩), সরজন উত্তর পাড়ার মো. হযরত আলীর ছেলে মো. গোলাম মর্ত্তুজা (২৭) এবং সরজন রোড পাড়ার মৃত আনছার আলীর ছেলে মো. আবুল কালাম (৪৯)।

শুক্রবার (২২ মার্চ) র‌্যাব প্রেসনোটে জানায়, ২১ মার্চ রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসেবন এবং বিক্রি করার সময় হেরোইন এবং হেরোইন সেবনের সরঞ্জামসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

সারাবাংলা/এমও

চাঁপাইনবাবগঞ্জ হেরোইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর