বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে ভারত
২২ মার্চ ২০২৪ ১৬:৫৪ | আপডেট: ২২ মার্চ ২০২৪ ১৭:৪৩
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের ভেন্যুতে মানিয়ে নিতে বিশ্বকাপের আগে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতীয় নারী ক্রিকেট দল।
সিরিজের দিনক্ষণ অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে, সিরিজ অনুষ্ঠিত হবে এ্প্রিলে। ভারতীয় দলের বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।
শুক্রবার (২২ মার্চ) সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে ভারত সিরিজ খেলতে আসবে। এখনও সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঠিক হয়নি। তবে ওরা আসবে এখানে সিরিজ খেলতে, এটা ঠিকঠাক হয়ে গেছে।’
নারী বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচই হবে সিলেটের দুটি ভেন্যুতে। ফলে ভারতীয়রা সিলেটের মাটিতেই প্রস্তুতি সিরিজটা খেলতে চায়। সেই অনুযায়ীই সিরিজের সূচী নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
গত জুন-জুলাই মাসেরও বাংলাদেশ সফর করে গেছে ভারতীয় নারী দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হারলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা ১-১ ব্যবধানে সমতা হয়েছিল। ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর দৃষ্টিকটু আচরনে বেশ সমালোচিত হয়েছিলেন সেবার।
সারাবাংলা/এসএইচএস