নোয়াখালীতে ট্রাক চাপায় তরুণ নিহত
২২ মার্চ ২০২৪ ০৮:৪৭ | আপডেট: ২২ মার্চ ২০২৪ ১২:১৬
নোয়াখালী: জেলার চাটখিল উপজেলায় ট্রাক চাপায় এক তরুণ নিহত হয়েছেন। নিহত আরিফ হোসেন (২০) উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর গ্রামের মুক্তার বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাত পৌনে ১০টার দিকে চাটখিল-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভীমপুর এলাকার মাসি ব্যাপারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
ওসি মুহাম্মদ ইমদাদুল হক বলেন, রাত পৌনে ১০টার দিকে চাটখিল বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন আরিফ। পথে তার মোটরসাইকেলটি চাটখিল-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভীমপুর এলাকার মাসি ব্যাপারী বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রামগঞ্জমুখী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।
সারাবাংলা/এনএস