টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নাহিদের অভিষেক
২২ মার্চ ২০২৪ ০৯:৩৪ | আপডেট: ২২ মার্চ ২০২৪ ০৯:৪৫
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সিলেটে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা। প্রথম টেস্টের টসের লড়াইয়ে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৃষ্টিমুখর দিনে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৯ বছর পর টেস্টে ঘরের মাটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
সিলেটে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে তরুণ পেসার নাহিদ রানার। দেশের ১০৩তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পেলেন ২১ বছর বয়সী নাহিদ। স্কোয়াডে জায়গা পেলেও একাদশে নেই অভিষেকের অপেক্ষায় থাকা তাওহিদ হৃদয়। সিলেটে সকালেও এক পশলা বৃষ্টি হয়েছে। উইকেটে ঘাসের উপস্থিতিও লক্ষ্য করা গিয়েছে। তাই বাংলাদেশ খেলবে তিন পেসার নিয়ে, স্পিনার থাকছেন দুইজন। ওপেনিংয়ে নামবেন জাকির-জয় জুটি। কিপিংয়ে থাকছেন লিটন।
বাংলাদেশ একাদশ- জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোমিনুল হক, লিটন দাস, শাহাদাত হোসাইন, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা।
শ্রীলংকা একাদশ- দিমুথ করুনারত্নে, নিশান মাদুশঙ্কা, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিল্ভা(অধিনায়ক), প্রাবাথ জয়সুরিয়া, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা।
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এফএম