Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবির ছাত্র ইউনিয়ন সভাপতি-সম্পাদকের পরীক্ষা নেওয়ার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৪ ২২:৫৩

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে তাদের পরীক্ষায় অংশ নিতে অনুমতি দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের এক বছরের জন্য বহিষ্কারাদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ২২ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বৃহস্পতিবার (২১ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান। তার সঙ্গে ছিলেন আইনজীবী ইমতিয়াজ মাহমুদ ও আইনুন নাহার সিদ্দিকা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী কুমার দেবুল দে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের দেয়ালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়ালচিত্র মুছে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকার অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে এক বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তারা।

বিজ্ঞাপন

আজ ওই রিটের শুনানি শেষে আদালত রুল জারি করেন। পাশাপাশি তাদের পরীক্ষায় অংশ নিতে অনুমতি দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

সারাবাংলা/কেআইএফ/একে

ছাত্র ইউনিয়ন জাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর