Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে চলবে না ট্রাক-কাভার্ড ভ্যান

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৪ ২০:১৬ | আপডেট: ২১ মার্চ ২০২৪ ২২:৪৯

ঢাকা: ঈদুল ফিতরের আগের ৩ দিন ও পরের ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত রাখতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে বৃহস্পতিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায়  ওবায়দুল কাদের এমন নির্দেশ দেন।

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী বলেন, ‘প্রতিবার ঈদকে কেন্দ্র করে যানজটের কারণে যাত্রীদের প্রচুর ভোগান্তি আমরা দেখতে পাই। তাই এ বছর ঈদের আগে তিন দিন এবং পরে তিন দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ রাখতে হবে।’

তিনি বলেন, ‘ঈদে ট্রাক-ভ্যান বন্ধ থাকলেও প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস মালামাল, ওষুধ জাতীয় পণ্য, জ্বালানি, সার জাতীয় পণ্যের গাড়িগুলো এর আওতামুক্ত থাকবে।’

রাজধানী ঢাকায় চলাচল করা লক্কড়ঝক্কড় গাড়িগুলো বাংলাদেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘যখন বিদেশিরা বাংলাদেশে আসে এবং আমাদের লক্কড়-ঝক্কড় গাড়ি দেখে, তখন আমাদের খুব লজ্জা হয়। এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে। পরিবহন মালিকদের এদিকে নজর দিতে হবে।’

তিনি বলেন, ‘পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে, ঢাকার বাইরে থেকে ফিটনেসবিহীন গাড়ি ঢাকায় ঢোকে। আমি তো বলব বাইরে থেকে সিটিতে লক্কড়ঝক্কড় গাড়ি কম আসে; বরং সিটিতেই অনেক লক্কড়ঝক্কড় গাড়ির কারখানা আছে।’

বিজ্ঞাপন

‘আমি সেগুলো নিজের চোখে গিয়ে দেখেছি। ঈদের আগে সেগুলোতে রং লাগাতে দেখেছি, যে রং আবার ১০ দিনও থাকে না।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনা নিয়ে আমাদের দুর্ভাবনা চলছেই। এ দুর্ঘটনার শেষ নেই। এখানে থ্রি হুইলার, মোটরসাইকেল, বেপোরোয়া, ড্রাইভিং সব কিছু মিলিয়ে দুর্ঘটনা ঘটছে। সেজন্য নিরাপদ সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, ‘সিএনজি ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর পূর্বের ৭ (সাত) দিন এবং পরের ৫ (পাঁচ) দিন সার্বক্ষণিক খোলা রাখতে হবে।’ যাত্রীসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ এবং যানজটমুক্ত যাতায়াতের সুবিধার্থে গার্মেন্টসসহ সব শিল্প-কারখানার শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে, জাতীয় মহাসড়ক ও করিডোরসমূহের রক্ষণাবেক্ষণ ও মেরামত ঈদের ৭ (সাত) দিন আগে সম্পন্ন করতে হবে।

সারাবাংলা/জেআর/একে

ওবায়দুল কাদের টপ নিউজ সেতুমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর