শিক্ষার্থীদের জন্য বন্ধ, ভাড়ায় খোলে শেকৃবি টিএসসি
২১ মার্চ ২০২৪ ১৮:৪০ | আপডেট: ২১ মার্চ ২০২৪ ১৯:০৫
ঢাকা: নির্মাণকাজ শেষ হওয়ার দুই বছর পার হলেও শিক্ষক-শিক্ষার্থীর জন্য খুলে দেওয়া হয়নি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি)। বিভিন্ন কারণ দেখিয়ে তালাবদ্ধ রাখলেও টিএসসি মিলনায়তনসহ কক্ষগুলো বিশ্ববিদ্যালয়ের বাইরের বিভিন্ন অনুষ্ঠানের জন্য নিয়মিত অনুমতি দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৩২ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে টিএসসির তৃতীয় থেকে ষষ্ঠ তলার কাজ শেষ হয়েছে ২০২২ সালের শুরুতে। কিন্তু লোকবলের অভাবসহ বিভিন্ন কারণ দেখিয়ে শিক্ষার্থীদের জন্য সবসময় তালাবদ্ধ করে রাখা হয় টিএসসি কমপ্লেক্স।
টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে কক্ষ বণ্টনের দাবি জানালেও খুব অল্প কক্ষ আছে বলে জানানো হয়। এ অবস্থায় নির্দিষ্ট কক্ষ না থাকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে কার্যক্রম চালাতে হচ্ছে খোলা আকাশের নিচে মাঠে কিংবা শ্রেণিকক্ষে। এতে অনেকটাই সংকুচিত হয়ে পড়ছে সংগঠনগুলোর কার্যক্রম।
অভিমত প্রকাশ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের টিএসসি নিয়ে বেশ গর্ব হতো। কিন্তু ভবনের এলোমেলো পরিকল্পনা, সংগঠনগুলোর জন্য পর্যাপ্ত কক্ষ না থাকা, শুধু বিশেষ কোনো অনুষ্ঠানে বিশেষ সময়ে উন্মুক্ত করা ও সাধারণ শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি না থাকায় আমরা হতাশ হয়েছি। এ ছাড়াও ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরের অনুষ্ঠানগুলো এখানে প্রতিনিয়ত চলছে।’
জানতে চাইলে টিএসসি কমপ্লেক্সের পরিচালক অধ্যাপক ড. সিরাজুল ইসলাম খান বলেন, ‘এখানে বর্তমানে আমি পরিচালক হিসেবে আছি। এ ছাড়া একজন ডেপুটি অফিসার ও একজন সেকশন অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের আরও লোকবল প্রয়োজন। আশা করি, দ্রুতই টিএসসি কমপ্লেক্স উদ্বোধন করা সম্ভব হবে।’
বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর কক্ষ বরাদ্দের দাবি বিষয়ে জানতে চইলে ড. সিরাজুল বলেন, ‘নিবন্ধিত সংগঠনগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কক্ষ বরাদ্দ দেব।’
বিশ্ববিদ্যালয়ের বাইরের বিভিন্ন অনুষ্ঠানের জন্য টিএসসি ভাড়া দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে টিএসসি কমপ্লেক্সের পরিচালক বলেন, ‘ক্যাম্পাসের বাইরের নির্দিষ্ট কিছু অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়া হয়। তবে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার পর যেকোনো অনুষ্ঠানের জন্য টিএসসি মিলনায়তন ভাড়া দেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. অলক কুমার পাল বলেন, ‘আমরা শুরু থেকেই টিএসসি কমপ্লেক্স উন্মুক্ত করার বিষয়ে সচেষ্ট আছি। কিন্তু লোকবল না থাকায় সম্ভব হয়নি। লোকবল নিয়োগে ইউজিসির কাছ থেকে অনুমোদন প্রয়োজন হয়। সেই প্রক্রিয়া বিলম্বিত হওয়ার টিএসসি উন্মুক্ত করতেও দেরি হচ্ছে। দ্রুতই হয়ত আমরা লোকবল নিয়োগ ও টিএসসি উন্মুক্ত করতে সক্ষম হব।’
সারাবাংলা/একে