ময়মনসিংহে ৫৫০ টাকায় মিলছে গরুর মাংস
২১ মার্চ ২০২৪ ১৭:১০ | আপডেট: ২১ মার্চ ২০২৪ ২২:৫০
ময়মনসিংহ: মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য ময়মনসিংহে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু করেছে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদফতর।
বাজারের তুলনায় গরুর মাংস কেজিতে ২০০ টাকা ও ডিম প্রতি ডজনে ১২ থেকে ১৩ টাকা কম মূল্যে বিক্রি করা হচ্ছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে জেলা প্রশাসন ও প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল হক মৃদুল।
আয়োজকরা বলেন, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। রমজান মাসজুড়ে প্রতি বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিন এই কার্যক্রম চলবে। চাহিদা বিবেচনায় আরো পণ্য যোগ করা হবে। পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে ১০০ টাকা ডজন ডিম ও ৫৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। চাহিদা থাকলে ঈদ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।
প্রথম দিনে পৌনে চারশ’ কেজি গরুর মাংস এবং পাঁচ হাজার ডিম সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হয়। একজন ব্যক্তি এক কেজি মাংস ও এক ডজন ডিম ক্রয় করতে পারবেন বলেও জানান আয়োজকরা।
সারাবাংলা/এনইউ