Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৪ ১২:৩৪ | আপডেট: ৭ এপ্রিল ২০২৪ ১২:২১

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত অক্টোবর থেকে চলমান হামলায় নিহতের সংখ্যা প্রায় ৩২ হাজার ছুঁই ছুঁই। খবর আলজাজিরা।

এদিকে গাজা শহরের আল-শিফা হাসপাতালে চালানো ইসরাইলি অভিযান চতুর্থ দিনে পা দিয়েছে। এই সামরিক অভিযানে ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্থানীয় ফিলিস্তিনি মিডিয়ার বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ মার্চ) আলজাজিরা জানিয়েছে, গাজা শহরের আল-শিফা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের বিশ্রাম নেওয়ার জন্য ব্যবহৃত একটি ভবন উড়িয়ে দিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।

গত সোমবার আল-শিফায় অভিযান শুরু করে ইসরাইলের সেনাবাহিনী। হাসপাতালটিতে হামাস যোদ্ধারা আশ্রয় নিয়েছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনী জানায়, এই অভিযানে প্রায় ৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ৩০০ জন সন্দেহভাজনকে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হয়। ১৬০ জনেরও অধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এদিকে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন রিপাবলিকান সিনেটরদের তিনি বলেছেন, ইসরাইল হামাসকে পরাজিত করতে যুদ্ধ চালিয়ে যাবে।

এদিকে গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ হাজার ৯২৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি। এছাড়া আহত হয়েছেন অন্তত ৭৪ হাজার ৯৬ জন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা আশ্চর্যজনকভাবে ইসরাইলে হামলা চালায়। এতে করে অন্তত ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়। এছাড়া ২৫৩ জনকে জিম্মি করে। এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় হামলা শুরু করে ইসরাইল। তবে এই হামলায় নিরীহ ফিলিস্তিনিরাই নিহত হচ্ছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

ইসরাইল গাঁজা ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর