Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের সঙ্গে গোলাগুলি, নয়ন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৪ ২১:৫৩ | আপডেট: ২১ মার্চ ২০২৪ ০০:২৬

গ্রেফতার পিয়াস সরকার। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলি হয়েছে। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ ও ইট-পাটকেল নিক্ষেপ করলে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পরে পুলিশ বিশেষ অভিযানে গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী ও নৌ ডাকাত নয়ন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পিয়াস সরকার (৩৩) ওরফে ডাকাত পিয়াসকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুকসহ কিছু অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (২০ মার্চ) বিকেল ৩টার দিকে বিশেষ অভিযানে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীর পাড় থেকে পিয়াসকে গ্রেফতার করেছে পুলিশ। পিয়াস গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে। তার বিরুদ্ধে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, নদীতে ডাকাতি ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান নেতৃত্বে নয়ন বাহিনীর বিরুদ্ধে আজ (বুধবার) আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় নৌ ডাকাত নয়ন বাহিনীর প্রধান নয়নকে পাওয়া না গেলেও সেকেন্ড-ইন-কমান্ড পিয়াসকে পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিয়াস ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে সশস্ত্র হামলা চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়।

ওসি আরও বলেন, অভিযানে পিয়াসকে গ্রেফতার করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় আহত হন তিন পুলিশ সদস্য। অভিযানে পুলিশ ১০ রাউন্ড গুলিবর্ষণ করেছে। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, দুটি কার্তুজ ও তিনটি ককটেলসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ সদর গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, গোপন সূত্রে আমরা খবর পাই, পিয়াসের নেতৃত্বে নয়ন বাহিনীর লোকজন নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে আমরা একটি বিশেষ অভিযান চালাই। আড়াই ঘণ্টার অভিযানে নয়ন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পিয়াসকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/টিআর

গোলাগুলি নয়ন বাহিনী নৌ ডাকাত বাহিনী পুলিশকে গুলি

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর