Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা, যন্ত্রপাতি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৪ ০০:২১

খাগড়াছড়ি: জেলার রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে উত্তোলিত পাঁচ হাজার ঘনফুট বালু, বালু উত্তোলনে ব্যবহৃত দু’টি মেশিন, পরিবহনের একটি ট্রাক, একটি এস্কেবেটর ও পাইপ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ২টা থেকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নম্বর ইউনিয়নের দুর্গম হাতিরখেদা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মানস চন্দ্র দাস।

বিজ্ঞাপন

এ সময় রামগড় পৌর এলাকার মো. ওমর ফারুককে তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে অর্থদণ্ডের অর্থ নগদ পরিশোধ করায় আসামিকে সতর্ক করে তৎক্ষণাত খালাস দেওয়া হয়। এছাড়া ওই জায়গা থেকে উত্তোলিত পাঁচ হাজার ঘনফুট জব্দকৃত বালু ও এস্কেবেটর জব্দ করে করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। যা পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে এবং পাইপসহ জব্দ করা বালু উত্তোলনের মেশিন দুটি এবং বালু পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাকটি রামগড় থানার সংশ্লিষ্ট উপ-পরিদর্শকের জিম্মায় দেওয়া হয়।

অবৈধ বালু কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস বলেন, ‘বেশ কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে তার বালু উত্তোলন ও পরিবহনের সব যন্ত্র জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘উপজেলার কোথাও অবৈধ উপায়ে খননযন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সারাবাংলা/পিটিএম

জরিমানা বালু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর