Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধামরাইয়ে ৩ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৪ ১৮:১০ | আপডেট: ২০ মার্চ ২০২৪ ২০:১১

ঢাকা: ঢাকার ধামরাই উপজেলার ৩ ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই। বুধবার (২০ মার্চ) ধামরাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফা।

ডিএমপির সহায়তায় বিএসটিআই’র প্রসিকিউটিং কর্মকর্তা রিয়াজ হোসেন মোল্লা ও ফিল্ড অফিসার (সিএম) এতে অংশ নেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ওই জরিমানা করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার ধামরাই উপজেলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স রহমান ব্রিকস এন্ড ব্লকস, মেসার্স মিয়াজ উদ্দিন ব্রিকস ও মেসার্স তুহিন ব্রিকস প্রতিষ্ঠানগুলোতে ক্লে ব্রিকস পণ্য বিএসটিআই সিএম লাইসেন্স না নিয়েই বিক্রি করছিল। এ অপরাধে তিন প্রতিষ্ঠানকেই এক লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

সারাবাংলা/ইএইচটি/এমও

ইটভাটায় অভিযান জরিমানা ডিএমপি ধামরাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর