Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না, মুক্তির মেয়াদ বাড়ল আরও ৬ মাস

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৪ ১৩:১৪ | আপডেট: ২০ মার্চ ২০২৪ ১৩:২৪

ফাইল ছবি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। তার পরিবারের করা আবেদনের প্রেক্ষিতে বুধবার (২০ মার্চ) আইনি পর্যবেক্ষণ শেষে সায় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়লেও তিনি এই পরিস্থিতিতে বিদেশ যেতে পারবেন না।

বুধবার (২০ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, ‘তার (খালেদা জিয়া) ভাইয়ের যে আবেদন ছিল, ২০২০ সালের ২৫ মার্চ ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা মতে খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে দুটি শর্তে যে মুক্তি দেওয়া হয়েছিল সেটা সাতবার বাড়ানো হয়েছে। আজ আবারও সেই একই শর্তে তার সাজা স্থগিত রেখে তার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হলো।’

তিনি আরও বলেন, ‘আমি আগেও বলেছি যেহেতু ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় উপধারা ১ এ যে আবেদন ছিল সেটা নিষ্পত্তি হয়ে গেছে। এর পরে সেই আবেদনের পরে আর কোনো পদক্ষেপ নেওয়ার নেই; শুধু মেয়াদ বাড়ানো ছাড়া। ঠিক সেই কারণেই আমি মেয়াদ বাড়ানোর সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠিয়ে দিচ্ছি।’

খালেদা জিয়ার বিদেশ যাওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘যা করতে হবে আইনের মাধ্যমে করতে হবে। যে আইনে তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে, সেখানে এটার (বিদেশে যাওয়ার) সুযোগ নেই।’

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে সম্প্রতি আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে তার পরিবার। একইসঙ্গে সাজা স্থগিত করে স্থায়ী মুক্তির আবেদনও করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/ইআ

খালেদা জিয়া বিদেশ মুক্তির মেয়াদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর