Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৪ ১২:২৭ | আপডেট: ২০ মার্চ ২০২৪ ১২:৩৪

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ছাগলছিড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শিতল চন্দ্র পাল দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, সকালে উপজেলার ছাগলছিড়া এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/ইআ

গোপালগঞ্জ নিহত ৫ বাস-মাইক্রোবাস সংঘর্ষ

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর