Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৪ ১১:৩৯ | আপডেট: ২০ মার্চ ২০২৪ ১১:৪০

বরিশাল: বরিশাল-ঢাকা রুটের এমভি মানামী লঞ্চ থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে বরিশাল নৌবন্দরে এ ঘটনা ঘটে। নৌ পুলিশ ও ঘাটে থাকা লোকজন ওই তরুণীকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এমভি মানামী লঞ্চের মাস্টার আসাদুজ্জামান জানান, এক তরুণ ও এক তরুণী লঞ্চের নিচতলার সম্মুখভাগে দাঁড়িয়ে কথা বলছিল। তারা দুইজনে ঝগড়াও করেছে। কথা কাটাকাটির একপর্যায়ে তরুণ ওই তরুণীকে চড় দেয়। এরপরই তরুণী নদীতে ঝাঁপ দেন। তবে এক লোক সঙ্গে সঙ্গেই নদীতে ঝাঁপিয়ে পড়ে ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি জানান, নদীতে ঝাঁপ দেওয়া তরুণীর নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি এবং কী কারণে তরুণীর এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়েও জানা যায়নি।

সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, লঞ্চ পন্টুন ত্যাগ করার কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটে। তরুণী নদীতে ঝাঁপ দিলে নৌ পুলিশের সদস্য ও ঘাটে উপস্থিত থাকা লোকজন তাৎক্ষণিক নদী থেকে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সারাবাংলা/ইআ

আত্মহত্যার চেষ্টা বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর