Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলিন্ডার বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ১২

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৪ ২০:৪২ | আপডেট: ২০ মার্চ ২০২৪ ০১:০০

ঢাকা: গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ইয়াসিন আরাফাত (২১) নামে আর একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ জন।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’র আইসিইউতে মারা যান তিনি। ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ইয়াসিনের শরীরের ৬২ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া, অগ্নিকাণ্ডে দগ্ধ ১৬ জন রোগী এখন বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন।

মৃত ইয়াসিনের মামা মো. লিটন জানান, তাদের বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা থানার গবুগ্রামে। বাবার নাম মো. আলআমিন। বাবা-মা পরিবার নিয়ে কালিয়াকৈরে তেলিরচারা এলাকায় থাকতেন তিনি। এবং একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

টপ নিউজ মৃত্যু সিলিন্ডার বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর