Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৪ ১৯:৫১

ঠাকুরগাঁও: জেলার পৌর শহরে ট্রাকচাপায় মাহবুবা (৩৯) ও খুশবু রহমান নামের মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কের আমতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মাহবুবা পঞ্চগড় জেলার ময়নুল হকের মেয়ে। খুশবু রহমান শহরের গোবিন্দনগর মহল্লার রহমানের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, অফিস ছুটির পর পঞ্চগড় যাওয়ার উদ্দেশে সহকর্মী খুশবু রহমানের সঙ্গে মাহবুবা মোটরসাইকেল যোগে বাসস্ট্যান্ড যাচ্ছিলেন। পথে তারা শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলামী ব্যাংকের সামনে পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তখন চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলসহ তারা ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে মাহবুবা নিহত হন। আর খুশবু রহমানকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে খুশবুর মৃত্যু হয়।

সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ভিকটিমের মোটরসাইকেলটি উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। বর্তমানে যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ট্রাকচাপা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর