চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম স্থগিত
১৯ মার্চ ২০২৪ ১৯:০৮
চট্টগ্রাম ব্যুরো : বিতর্কিতদের দিয়ে তৃণমূলের কমিটি গঠন নিয়ে অভিযোগ ওঠার পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম কেন্দ্র থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) রাতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক আজিজুল হক আজিজের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম নগর কমিটির কার্যক্রম স্থগিত থাকবে।
জানা গেছে, একই চিঠিতে বিতর্কিতদের দিয়ে থানা ও ওয়ার্ড কমিটি গঠন নিয়ে অভিযোগের বিষয়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানকে কারণ দর্শাতে (শোকজ) জন্য বলা হয়েছে। তাদের সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে, অন্যথায় তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে চিঠিতে।
সভাপতি-সাধারণ সম্পাদকের বিরোধী হিসেবে পরিচিত নগরের আরও ১২ নেতাকেও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ-সভাপতি সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, মুহাম্মদ আজিজ মিসির, আবদুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন সায়েম ও যুগ্ম সম্পাদক মো. সাইফুদ্দিন, আবদুল্লাহ আল মামুন ও সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খান ও মো. সালাহউদ্দিন।
সংগঠনের শৃঙ্খলা না মেনে সংবাদ সম্মেলন করে অভিযোগ উত্থাপন করায় তাদের বিরুদ্ধে সাতদিনের মধ্যে জবাব চেয়ে নোটিশ দেয়া হয়েছে বলে জানা গেছে।
গত ১৪ মার্চ চট্টগ্রাম নগরীর ৭টি থানা ও ১২টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করে নগর স্বেচ্ছাসেবক লীগ। এরপর একাংশ সংবাদ সম্মেলন করে অভিযোগ করে, মাদক কারবারি, অস্ত্রসহ ফৌজদারি মামলার আসামি এবং বিএনপি-জামায়াত কর্মীদের নিয়ে থানা ও ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।
জানতে চাইলে নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান সারাবাংলাকে বলেন, ‘কেন্দ্র থেকে একটি শোকজ নোটিশ পেয়েছি। বেঁধে দেয়া সময়ের মধ্যে আমরা জবাব দেব। তবে যেসব ওয়ার্ড-থানা কমিটি গঠন করা হয়েছে, সেগুলো স্থগিত করা হয়নি। শুধুমাত্র মহানগর কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার জন্য বলা হয়েছে। এছাড়া যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আমরা তাদের নামের তালিকা করছি। অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। বিতর্কিত কেউ থাকলে অবশ্যই যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের বাদ দেয়া হবে।’
সারাবাংলা/আরডি/এনইউ