Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৪ ১৮:৪৭ | আপডেট: ১৯ মার্চ ২০২৪ ১৯:৫৩

টেস্ট সিরিজে নেই মুশফিক

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কিপিংয়ের সময় আঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। আর সেই চোটই কাল হয়ে দাঁড়ালো মুশফিকের। শ্রীলংকার বিপক্ষে ২২ মার্চ শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি।

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডের শুরুর দিকে তাসকিনের বল ধরতে গিয়ে বুড়ো আঙ্গুলে আঘাত পেয়েছিলেন মুশফিক। তীব্র ব্যথা অনুভব করলে মাঠে ফিজিও এসে চিকিৎসা দেওয়ার পর ব্যথা নিয়েই পুরো ম্যাচ কিপিং করেছেন তিনি। ব্যাটিংয়েও দুর্দান্ত ছিলেন মুশফিক, দলকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন।

বিজ্ঞাপন

তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচের পর মুশফিকের বুড়ো আঙ্গুলে স্ক্যান করা হয়। স্ক্যানে তার আঙ্গুলে চিড় ধরা পড়েছে। আর এতেই টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। তবে এখনো মুশফিকের পরিবর্তে কে জায়গা পাবেন স্কোয়াডে, সেটা নিশ্চিত করেনি বিসিবি।

আগামী ২২ মার্চ সিলেটে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

সারাবাংলা/এফএম

টপ নিউজ বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ মুশফিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর