Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যারা গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতির বিরোধী তাদের রুখে দিতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৪ ১৭:২৫ | আপডেট: ১৯ মার্চ ২০২৪ ১৯:১০

ঢাকা: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষকে সঙ্গে নিয়ে ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করার অপচেষ্টাকে রুখে দিয়েছে। সবাই মিলে অপচেষ্টাকে রুখে দিয়েছি বলেই এদেশে নির্বাচন হয়েছে, গণতন্ত্র অব্যাহত আছে এবং এদেশে গণতান্ত্রিক ধারা চলতে থাকবে। যারা গণতন্ত্র বিরোধী শক্তি, এদেশের স্বাধীনতাবিরোধী শক্তি, উন্নয়ন ও অগ্রগতি বিরোধী শক্তি, এই অপশক্তিকে আমাদের রুখে দিতে হবে।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর মহাখালীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন ৭০০ দরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, সয়াবিন তেল ২ লিটার, আলু ২ কেজি, পেঁয়াজ এক কেজি, ছোলা এক কেজি এবং খেজুর।

এদিন পবিত্র রমজান মাসে দেশব্যাপী যুবলীগের ইফতারসামগ্রী বিতরণের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘একটি অপশক্তি বিদেশি ষড়যন্ত্রকারীদের সঙ্গে মিলে এদেশের গণতন্ত্রকে ব্যহত করার জন্য ৭ জানুয়ারির সাংবিধানিক যে নির্বাচন, যেটি হয় সংবিধানের বাধ্যবাধকতার অংশ হিসেবে, সেটিকে বানচাল করার একটি ষড়যন্ত্র করেছিল। বিদেশি শত্রুরা, ষড়যন্ত্রকারীরা এদেশীয় বিএনপি-জামায়াতের সঙ্গে একাট্টা হয়ে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘গত বছরের ২৮ ফেব্রুয়ারি (অক্টোবর) তারা মাঠে নেমেছিল নির্বাচনকে প্রতিহত করতে, ব্যহত করতে এবং গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষকে সঙ্গে নিয়ে নির্বাচন বানচাল করার অপচেষ্টাকে রুখে দিয়েছে। যারা গণতন্ত্র বিরোধী শক্তি, এদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, উন্নয়ন ও অগ্রগতি বিরোধী শক্তি এই অপশক্তিকে আমাদের রুখে দিতে হবে।’

বিজ্ঞাপন

নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আজকে নতুন প্রজন্মের কাছে আহ্বান জানাতে চাই- আপনারা স্বাধীনতার পক্ষে, উন্নয়ন-অগ্রগিতির পক্ষে থাকবেন, আপনারা গণতন্ত্রের পক্ষে থাকবেন, নির্বাচনের পক্ষে থাকবেন। আমরা আগামী দিনে নির্বাচনের প্রক্রিয়াকে আরও কীভাবে সুষ্ঠু সুন্দর করা যায় সে বিষয়ে কাজ করবো।’

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যেকোনো ধরনের উন্নয়ন, অগ্রগতি একটি চলমান প্রক্রিয়া এবং এই চলমান প্রক্রিয়াকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সর্বশেষ যে কথাটি বলতে চাই- এই রমজান মাসে, সংযমের মাসে মানুষকে আমরা তার চিন্তা-ভাবনাকে আরও উন্নত করার জন্য কাজ করব এবং সবাইকে সজাগ থাকতে বলব।’

‘যারা ধর্মের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, মানবতার বিপক্ষে, দেশের বিপক্ষে যড়যন্ত্রে লিপ্ত তাদের যেন আমরা চিহ্নিত করে তাদের বিপক্ষে ঐক্যবন্ধ থাকতে পারি। সেই বিষয়ে আপনারা ঐক্য বন্ধ থাকবেন। আর একসাথে আমরা আগামীতে চলব, আছি এবং থাকবো’, বলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

ঢাকা-১৭ আসনের মানুষের পাশে থাকার জন্য যুবলীগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল।

ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুবলীগ নেতা প্রকৌশলী মৃণাল কান্তি জোয়ার্দারসহ অনেকে।

সারাবাংলা/কেআইএফ/এমও

উন্নয়ন গণতন্ত্র তথ‍্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর