রিশাদের ছয় মারা দেখে ভয় পাচ্ছিলেন শান্ত!
১৯ মার্চ ২০২৪ ১০:০৯ | আপডেট: ১৯ মার্চ ২০২৪ ১১:৩১
তার ছক্কা মারার অবিশ্বাস্য ক্ষমতা টি-টোয়েন্টি সিরিজেই দেখেছেন সবাই। ওই ফরম্যাটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডও এখন রিশাদ হোসেনের। ওয়ানডে দলে ডাক পেয়েই দুর্দান্ত এক ক্যামিও খেলে দলকে এনে দিয়েছেন জয়। রিশাদের এমন ছক্কা মারায় দর্শকের মতো উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তবে শান্ত বলছেন, রিশাদের অতি আক্রমণাত্মক ব্যাটিং দেখে খানিকটা ভয়েই ছিলেন তিনি।
১৮ বলে ৪৮ রানের তান্ডব চালানোর পথে ৪টি ছক্কা হাঁকিয়েছেন রিশাদ, চার মেরেছেন ৫টি। তার এই ক্যামিওতেই শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। রিশাদের এমন ব্যাটিং দেখে আনন্দ পেলেও খানিকটা ভয়েও ছিলেন শান্ত, ‘আপনারা তো মজা পাচ্ছিলেন। আমি আসলে ভয় পাচ্ছিলাম কখন না আবার সে আউট হয়ে যায়! মিরাজের আউটের পর তো অবশ্যই ডাগআউট একটু চিন্তিত ছিল। কিন্তু রিশাদকে তেমন কোনও পরিকল্পনা দেওয়া হয়নি। ওকে বলা হয়েছিল যেভাবে মন চায় সেভাবে ব্যাট করতে। স্বাভাবিক খেলাটাই চালিয়ে যেতে বলা হয়েছিল।’
লেগ স্পিনের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং, সব মিলিয়ে রিশাদের মাঝে দারুণ এক অলরাউন্ড পারফর্মার খুঁজে পেয়েছে দল। শান্ত বলছেন, রিশাদের মতো ক্রিকেটার দলে থাকলে তার কাজটা অনেক সহজ হয়ে যায়, ‘প্রথমে বোলিং তো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লেগ স্পিনার নেই। নিউজিল্যান্ড সিরিজ থেকেই সে ভালো করছে। ব্যাটিংয়ে আরও উন্নতি করেছে। তবে উন্নতির আরও জায়গা আছে। তার মতো খেলোয়াড় দলে থাকবে অধিনায়কের কাজটা অনেক সহজ হয়ে যায়। তবে তাকে নিয়ে এখনই বেশি উচ্ছ্বসিত হলে চলবে না। এই ফর্মকে ধরে রাখতে হবে। ঘরোয়া লিগেও বেশি সুযোগ দিতে হবে তার মতো ক্রিকেটারদের।’
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এফএম