Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৪ ০৯:১৫ | আপডেট: ১৯ মার্চ ২০২৪ ১১:৪৪

টাঙ্গাইল: জেলার নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ খান ঝলককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঝলক ওই গ্রামের শামিনুর খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারাবি নামাজ পড়ার জন্য ঝলক বাড়ির পাশের মসজিদে যায়। অর্ধেক তারাবির নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে জাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে।

সারাবাংলা/এমএস/এনএস

কুপিয়ে হত্যা টপ নিউজ টাঙ্গাইল নাগরপুর উপজেলা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর