Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৪ ০৯:০৬ | আপডেট: ১৯ মার্চ ২০২৪ ১১:৪৪

টাঙ্গাইল: টাঙ্গাইলে পঞ্চগড় এক্স‌প্রেসের দুর্ঘটনার ৫ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে দুর্ঘটনায় চার সদস‌্য বি‌শিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) দিবাগত গভীর রাত ২টার দিকে ট্রেনটিকে স্বাভাবিক করে রেল লাইনে চলাচলের ব্যাসস্থা করেন। বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব স্টেশন মাস্টার খায়রুল ইসলাম। আর তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চত করেছেন পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সূফী নুর মোহাম্মদ।

বিজ্ঞাপন

স্টেশন মাস্টার খায়রুল ইসলাম বলেন, পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের দুর্ঘটনার পর প্রথমে ব‌গিগু‌লো স‌রি‌য়ে নেওয়া হয়। এরপর ক্ষ‌তিগ্রস্থ ব‌গি ক্রেন দি‌য়ে উপ‌রে তু‌লে লাইনে তোলা হয়। এরপ‌র ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এখন বি‌ভিন্ন স্টেশ‌নে আটকে পড়া ট্রেনগু‌লো ছেড়ে আসছে। তবে কি কার‌ণে ট্রেন‌টি লাইনচ‌্যুত হ‌য়ে‌ছে তা এখনই বলা যাচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাত্রা বিরতি শে‌ষে ঢাকার দি‌কে যাওয়ার সময় এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ‌্যুত হয়। প্রাথমিকভাবে ট্রেনের চাকায় ত্রুটি থাকার কার‌ণে লাইনচ‌্যুতির ঘটনা ঘ‌টতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে বুকিং স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, ঘটনা ঘটার পর থেকেই উদ্ধার তৎপরতা চালায়। রেল যোগাযোগ বন্ধ থাকায় গাজীপুরের থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। যাত্রীদের দ্রুত ভোগান্তি লাঘবের চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

অপরদিকে ট্রেনটি লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় চার সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টির প্রধান করা হ‌য়ে‌ছে পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় প‌রিবহন কর্মকর্তা‌ (ডি‌টিও) আনোয়ার হো‌সেনকে।

পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সূফী নুর মোহাম্মদ ব‌লেন, পঞ্চগড় ট্রেন লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় চার সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টি সাত কর্মদিব‌সের মধ্যে তদন্ত প্রতি‌বেদন জমা দে‌বেন। নতুন লাইনের জন‌্য এ ঘটনা কি না অথবা কী কার‌ণে লাইনচ‌্যুত হ‌য়ে‌ছে, সেটা তদন্ত ছাড়া বলা সম্ভব না।

সারাবাংলা/এমএস/এনএস

টপ নিউজ টাঙ্গাইল পঞ্চগড় এক্সপ্রেস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর