বিএসএফের গুলিতে নিহত কিশোরের লাশ হস্তান্তর
১৯ মার্চ ২০২৪ ০০:৫১ | আপডেট: ১৯ মার্চ ২০২৪ ০২:০৫
মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ার শিকড়িয়া সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি কিশোর পারভেজ হোসেন সাদ্দামের (১৫) মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টায় উপজেলার চাতলাপুর চেকপোস্ট জিরো পয়েন্ট দিয়ে ভারতের ত্রীপুরা পুলিশ কুলাউড়া থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়। নিহত কিশোর পারভেজ হোসেন সাদ্দাম উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া নতুন বস্তি এলাকার আছকির আলীর ছেলে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, মরদেহ হস্তান্তরের সময় বিএসএফের সহকারী কমান্ড্যান্ট অমিত ছন্দ্র, ত্রিপুরা পুলিশের এসডিপিও জয়ন্ত কর্মকার, ত্রিপুরা ইরানী থানার ওসি যতীন্দ্র দাশ, বাংলাদেশের কুলাউড়া থানার পরিদর্শক ক্যাশৈনু, বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান, কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মহিবুল ইসলাম আজাদ বলেন, রোববার পারভেজ হোসেন সাদ্দাম ও সিদ্দিক নামে দুজন সীমান্ত অতিক্রম করেছিল। তাদের সঙ্গে বিএসএফের এক সদস্যের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়েবিএসএফের গুলিতে পারভেজের মৃত্যু হয়। তার মরদেহ বিএসএফ নিয়ে গিয়েছিল। সন্ধ্যায় ভারতীয় পুলিশ সেই মরদেহটি হস্তান্তর করেছে।
স্থানীয় বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে সাদ্দাম ও সিদ্দিক উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্ত এলাকায় যান। সেখানে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে দুজনেই আহত হন। গুলিবিদ্ধ ছিদ্দিককে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও বিএসএফ সদস্যরা গুলিবিদ্ধ সাদ্দামকে নিয়ে যান। পরে সাদ্দাম মারা যায়।
সারাবাংলা/টিআর
বিএসএফের গুলি মরদেহ হস্তান্তর মৌলভীবাজার সীমান্তে গুলি সীমান্তে নিহত